বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা: কৃষক শ্রমিক জনতালীগ ছাড়া টাঙ্গাইল -৮ (বাসাইল – সখিপুর) এ কোন নির্বাচন হতে দেয়া হবে না । বঙ্গবীর কাদের সিদ্দিকীকে অন্যায় ভাবে নির্বাচন থেকে দুরে রাখার চক্রান্ত থেকে ফিরে তার প্রার্থীতা বৈধ ঘোষনা করার দাবী জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা শাখার সভাপতি নাজমুল হুদা খান বাহাদুর ও সাধারণ সম্পদক রাহাত হাসান টিপুর নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে । এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতালীগের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আলহাজ রফিকুল ইসলাম, জেলা কমিটির সদস্য আ. কাদের সিকদার, যুব আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর বিন জাফর সহ স্থানীয় নেতৃবৃন্দ। আসন্ন টাঙ্গাইল -৮ (বাসাইল- সখিপুর) উপ-নির্বাচনে কেন্দ্র কমিটি গঠন শেষে তারা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।