পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় সংখ্যালঘু পরিবারের ওপর নির্যাতনের অভিযোগে শুক্রবার গভীর রাতে জারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোলেমানকে (৪৫) আটক করেছে পূর্বধলা থানা পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার জারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও জারিয়া গ্রামের সোলেমান গত ১৭ মার্চ জারিয়া বাজারের সনাতন ধর্মাবলম্বী সাবুলালের বাড়িতে হামলা চালিয়ে জমি জবর দখলের চেষ্ঠা করে ও জোরপূর্র্বক গাছ কেটে ফেলে। এ সময় সাবুলাল ও তার পরিবার বাধা দিলে তাদেরকে শারিরীক ভাবে নির্যাতন করে। এ ঘটনায় গত শুক্রবার রাতে সাবুলাল বাদী হয়ে সোলেমান ও একই গ্রামের মক্রম আলীকে আসামী করে পূর্বধলা থানায় একটি অভিযোগ দায়ের করে। এরই প্রেক্ষিতে পুলিশ শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে সোলেমানকে আটক করে। গতকাল শনিবার আটককৃত সোলেমানকে আদালতে পাঠালে বিজ্ঞবিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন।