শ্যামলবাংলা স্পোর্টস : বিশ্বকাপে এবারও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারাতে পারলো না পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচটিতে ৭ উইকেটের সহজ জয়ে শুভসূচনা করলো ভারত।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩০ রান করে পাকিস্তান। জবাবে ৩ উইকেট হারিয়ে ৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। প্রথম তিন ওভারে মাত্র ৭ রান উঠলেও শিখর ধাওয়ানের সঙ্গে রোহিত শর্মার ৫৪ রানের উদ্বোধনী জুটিতে ভারতের জয়ের ভিত গড়ে ওঠে। ধাওয়ানকে সাঈদ আজমলের ক্যাচে পরিণত করে জুটি ভাঙেন উমর গুল। এরপর ১১ রান যোগ করতেই রোহিত ও যুবরাজ সিংয়ের বিদায়ে উজ্জীবিত হয়ে উঠে পাকিস্তান শিবির। কিন্তু সুরেশ রায়নার সঙ্গে বিরাট কোহলির ৫০ বলে ৬৬ রানের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে সহজ জয়ই পায় ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে চারবার মুখোমুখি হয়ে প্রতিবারই জিতলো ভারত।
এবার অবশ্য জেতার মতো সংগ্রহ গড়তে পারেনি পাকিস্তান। দ্বিতীয় ওভারে বোলার ভুবনেশ্বর কুমারের সরাসরি থ্রোয়ে রান-আউট হয়ে কামরান আকমলের বিদায়ে শুরুটা ভালো হয়নি তাদের। ব্যক্তিগত ৫ রানে ডিপ মিডউইকেটে যুবরাজ সিংয়ের হাতে ‘জীবন’ পাওয়া হাফিজকে নিজের প্রথম ওভারেই ফেরান বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। পরের ওভারে অমিত মিশ্রর বলে শেহজাদ স্ট্যাম্পিং হয়ে গেলে অস্বস্তিতে পড়ে পাকিস্তান। শোয়েব মালিকের সঙ্গে ৫০ রানের জুটি গড়ে বিপদ কাটান উমর আকমল। ষোড়শ ওভারে শোয়েব মালিককে সুরেশ রায়নার ক্যাচে পরিণত করে বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙেন মিশ্র। এরপর দ্রুত রান তুলতে গিয়ে আউট হন উমর আকমল ও শহীদ আফ্রিদি। সর্বোচ্চ ৩৩ রান আসে উমর আকমলের ব্যাট থেকে। সেখান থেকে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব শোয়েব মাকসুদের। ১১ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ২২ রানে ২ উইকেট নিয়ে মিশ্র ভারতের সেরা বোলার।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৩০/৭ (কামরান ৮, শেহজাদ ২২, হাফিজ ১৫, উমর ৩৩, মালিক ১৮, আফ্রিদি ৮, মাকসুদ ২১, বিলাওয়াল ০*; মিশ্র ২/২২, জাদেজা ১/১৮, ভুবনেশ্বর ১/২১, সামি ১/৩১)
ভারত: ১৮.৩ ওভারে ১৩১/৩ (রোহিত ২৪, ধাওয়ান ৩০, বিরাট ৩৬*, যুবরাজ ১, রায়না ৩৫*; বিলাওয়াল ১/১৭, আজমল ১/১৮, গুল ১/৩৫)
ম্যান অব দি ম্যাচ : অমিত মিশ্র