পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ রাজশাহী সামাজিক বন বিভাগ পত্নীতলা পাইকবান্দা রেঞ্জের সামাজিক বনায়ন কর্মসূচীর আওতায় শনিবার পত্নীতলা ও ধামইরহাট উপজেলার ২৮২ জন উপকার ভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরন ধামইরহাট বন বিট অফিস চত্বরে করা হয়।
রাজশাহী সামাজিক বন বিভাগের বন সংরক্ষক অজিত কুমার রুদ্রের সভাপতিত্বে আনুষ্ঠানিকভবে এই চেক বিতরন অনুষ্ঠানে উপকার ভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরন করেন জাতীয় সংসদের হুইপ মোঃ শহিদুজ্জামান সরকার এম.পি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ধামইরহাট বিট অফিসার লক্ষন কুমার। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া সামাজিক বন বিভাগের সংরক্ষক ড. লস্কর মাকসুদুর রহমান, ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আকতার মামুন এবং নওগাঁর সহকারী বন সংরক্ষক দেওয়ান মোঃ আব্দুল হাই আজাদ, পত্নীতলা পাইকবান্দা রেঞ্জ অফিসার হেলাল উদ্দীন আহম্মেদ, নজিপুর বন বিট অফিসার আনিছুর রহমান, পাইকবান্দা রেঞ্জের বিট অফিসার সাইদুর রহমান।
এ অনুষ্ঠানে রাজশাহী সামাজিক বন বিভাগ পত্নীতলা পাইকবান্দা রেঞ্জের আওতায় নওগাঁ জেলার পত্নীতলা ও ধামইরহাট উপজেলার সামাজিক বনায়নের ২৮২ জন উপকারভোগির মধ্যে ৪ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ২শ ৮৪ টাকা বিতরন করা হয়।