ads

শনিবার , ২২ মার্চ ২০১৪ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দক্ষিণ আফ্রিকাকে ৫ রানে হারাল শ্রীলংকা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২২, ২০১৪ ৮:৪২ অপরাহ্ণ

182199শ্যামলবাংলা স্পোর্টস : টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার কাছে হেরেছে দক্ষিণ আফ্রিকা। ৬ বলে যখন দরকার ১৫ রান তখন কিছুটা আশা ছিল ম্যাচ জিতবে আফ্রিকানরা। কিন্তু শেষ ওভারে পরপর ২টি উইকেট নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দিলেন মালিঙ্গা। শেষ পর্যন্ত ৫ রানে পরাজিত হয় তারা।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৫ রান করে লংকানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন কুশল পেরেরা। ৪৩ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। শ্রীলংকা শিবিরে প্রথম ওভারেই আঘাত হানে দক্ষিণ আফ্রিকা। দলীয় ১৭ রানের মাথায় ডেল স্ট্যায়ানের বলে মাঠ ছাড়েন তিলকারতেœ দিলশান। ৫ম ওভারে দলীয় ৪২ রানে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন মাহেলা জয়াবর্ধনে। দলীয় ৮৩ রানের মাথায় ব্যক্তিগত ১৪ রানে আউট হন সাঙ্গাকারা। ১০৬ রানের মাথায় আউট হন কুশল পেরেরা। দুটি উইকেটই নেন ইমরান তাহির। এরপর একে একে আউট হন দীনেশ চান্দিমাল, থিসারা পেরেরা। জবাবে ১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৬০ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন জেপি ডুমিনি।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৫/৭ (কৌশল ৬১, দিলশান ০, জয়াবর্ধনে ৯, সাঙ্গাকারা ১৪, ম্যাথিউস ৪৩, চান্দিমাল ১২, থিসারা ৮, কুলাসেকারা ৭*, সেনানায়েকে ১*; তাহির ৩/২৬, মরকেল ২/৩১, স্টেইন ২/৩৭)
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬০/৮ (ডি কক ২৫, আমলা ২৩, ডুমিনি ৩৯, ডি ভিলিয়ার্স ২৪, মিলার ১৯, অ্যালবি মরকেল ১২, বেহারদিন ৫, স্টেইন ০, মর্নে মরকেল ০, তাহির ৮*; সেনানায়েকে ২/২২, ম্যাথিউস ১/২১, কুলাসেকারা ১/২৩, মালিঙ্গা ১/২৯, মেন্ডিস ১/৪৪)
ম্যাচ সেরা: কৌশল পেরেরা।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!