সাতক্ষীরা প্রতিনিধি : আগামী ৩১ মার্চ তালা উপজেলা পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোস্তারী সুলতানা পুতুল নির্বাচনী কার্যক্রম থেকে বিরত হয়ে তাঁর প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল শুক্রবার প্রেস মিডিয়ার প্রতিনিধিদের নিকট লিখিত এক বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন, “শারীরিক অসুস্থতার কারণে” নির্বাচনী কাজে প্রয়োজনীয় সময় দিতে পারছেন না। সে কারণে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন থেকে তিনি সরে দাঁড়ালেন।
তালায় আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস পালন
গতকাল শুক্রবার সকালে তালা ভূমিজ ফাউন্ডেশন অফিস চত্ত¡রে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপ-শহরে র্যালী শেষে ভূমিজ ফাউন্ডেশন অফিস চত্ত¡রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। নারী অন্ত্যজ পরিষদের সহ-সম্পাদক তাপসী সরকার সুমার সভাপতিত্বে ও ভূমিজ ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক মহিরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, কেন্দ্রীয় অন্ত্যজ পরিষদের উপদেষ্টা মীর জিল্লুর রহমান, দেবাষীশ দাশ ও মোঃ রবিউল ইসলাম প্রমুখ।