ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ঝিনাইগাতী উপজেলার শালচুড়া ইয়াং স্টার ক্লাব বনাম হাসপাতাল ইউনিয়ন ব্রাদার্স ক্লাবের উদ্যোগে ২২ মার্চ শনিবার শালচুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ ক্রিকেট টুর্নামেন্টের সভাপতিত্ব করেন, আইয়ুব আলী ফর্সা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওযামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাঈম, বিশেষ অতিথি রকিবুল ইসলাম রুকন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইয়াং স্টার ক্লাবের সভাপতি গোলাম সারোয়ার, সম্পাদক সোহেল রানা, সুইট, সাবেক মেম্বার হাসিবুর রহমান। এ খেলায় হাসপাতাল ইউনিয়ন বাদ্রার্স ক্লাব বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।