ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে মাছ ধরতে গিয়ে আরিদ আলী (২৭)’র সলিল সমাধি ঘটেছে। ২২ মার্চ শনিবার দুপুর প্রায় ১২টায় কাকুরাখাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিগলী-চাকলপাড়া গ্রামের গোলাম আলীর পুত্র। সকালে উড়াল জাল দিয়ে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের লালপুল নামকস্থানে কাকুরাখালে আরিদ আলী মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যায়। দীর্ঘ ৫ঘন্টা খোঁজাখুজির পর জাল ফেলে একই জায়গা থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন জানান, কাকুরাখালের এ স্থানটি ঢহর নামে পরিচিত। খালের এ অংশটিতে আগেও এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে।
ছাতকে গিয়ারওয়েল পান করে ট্রাক চালকের মৃত্যু
ছাতকে গিয়ারওয়েল পান করে আব্দুল বারী (২৫) নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু ঘটে। সে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের নাগড়াখালি গ্রামের লালু মিয়ার পুত্র। জানা যায়, ৫-৬দিন পূর্বে বন্ধুদের সাথে বাজি ধরে ট্রাক চালক আব্দুল বারী গিয়ারওয়েল পান করে। ঘটনার কিছুক্ষনের মধ্যেই তার শারীরিক অবনতি ঘটলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লাইফ সাপোর্টে থাকাবস্থায় শনিবার সকালে তার মৃত্যু ঘটে।
ছাতকে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২০
ছাতকে সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তি নিহত ও অন্তত ২০ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ১১জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের পাঁচগাঁও নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মন্নান (৫০) উত্তর খুরমা ইউনিয়নের গাবুরগাঁও গ্রামের মৃত মফিজ আলীর পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে ছেড়ে আসা কোষ্টার (ঢাকা মেট্রো জ-১১-০২৭২) দক্ষিণ সুনামগঞ্জের পূর্বপাগলা ইউনিয়নের পাঁচগাঁও নামকস্থানে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় বাস যাত্রী আব্দুল মন্নানকে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। গুরুতর আহত বাস যাত্রী আরমান আলী (৫০), তোফায়েল (৪৫), তছদ্দর আলী (৫০), ওয়ারিছ আলী (৬০), লাকি বেগম (২০), রাখি বেগম (২৫), সবজিল (৩), আসাদ মিয়া (৪০), আব্দুল হান্নান (৫০), সামছুল হক (৪০), আব্দুলাহ (৪০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ছাতকে ইসলামিক ফাউন্ডেশনের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী
ছাতকে ইসলামিক ফাউন্ডেশনের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা শনিবার দুপুরে ছাতক জালালিয়া আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন ছাতক শাখার ফিল্ড সুপারভাইজার মাওলানা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও মাওলানা জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, নুরুলাহপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হাফিজ, রংপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল কালাম প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন, ক্বারী আহমদ হোসাইন। সভা শেষে দোয়া পরিচালনা করেন, বাগবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহিম। এরআগে সকালে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিন করে।
ছাতকে বেলায়েতুল হত্যা মামলার আসামীরা ধরাছোয়ার বাইরে
ছাতকে চাঞ্চল্যকর বেলায়েতুল ইসলাম হত্যা মামলার আসামীরা ধরা ছোয়ার বাইরে রয়েছে। ঘটনার একমাস অতিক্রম হলেও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করে উল্টো বাদীকে মামলা তুলে নেয়ার হুমকি দিয়ে যাচ্ছে। জানা যায়, ১৪ ফেব্র“য়ারি রাতে বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের মাহতাবপুর গ্রামের জিয়াউল হকের পুত্র অটোরিক্সা চালক বেলায়েতুল ইসলাম (১৮) কে যাত্রীবেশি কতিপয় দুর্বৃত্ত হত্যা করে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বিনন্দপুর গ্রামের পাশে বড়বিলবন্দ নামকস্থানে ফেলে যায়। পরদিন বিকেলে ঘটনাস্থল থেকে ছাতক থানা-পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় বেলায়েতুল ইসলামের পিতা জিয়াউল হক বাদী হয়ে একই গ্রামের মৃত গোলাম আলীর পুত্র মাহমদ আলী, মৃত আব্দুল করিমের পুত্র মনু মিয়া, মৃত আব্দুস সোবহানের পুত্র লায়েছ মিয়াসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে ছাতক থানায় একটি হত্যা মামলা (নং-১৪ তাং-১৭.০২.১৪ইং) দায়ের করেন। মামলায় মনু মিয়া ও লায়েছ মিয়াকে ছিনতাইকারী অভিযুক্ত করে ঘটনারদিন তারা অটোভাড়া করে বেলায়েতুল ইসলামকে নিয়ে অন্যান্য সহযোগিদের যোগসাজসে তাকে হত্যা করে বিনন্দপুর মাঠে ফেলে যায় বলে উলেখ করা হয়। হত্যার পর তার ব্যবহৃত অটোরিক্সা ও নকিয়া মোবাইল সেট পাওয়া যায়নি। গতকাল শনিবার বাদী থানায় উপস্থিত হয়ে প্রকাশ্যে ঘুরাফেরা করা আসামীদের দ্রুত গেফতারের দাবী জানান। হত্যার কাজে ব্যবহৃত ফোরষ্ট্রোক (সিলেট থ-১১-৭৫১৮) আটকসহ একই গ্রামের মখলিছ আলীর পুত্র আব্দুলাহ, ওয়ারিছ আলীর পুত্র বশির মিয়া, আখলুছ মিয়া, জসিম উদ্দিন ও সুবজ মিয়াকে গ্রেফতারের দাবী জানান।