গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : লাইটহাউস ল্যাব. স্কুল এন্ড কলেজ টাঙ্গাইলের গোপালপুর শাখার ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার শেষ হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার প্রতিষ্ঠান প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খন্দকার সুরুজ্জামান, শাহনাজ বেগম, আজিজুর রহমান প্রমুখ।
প্রতিযোগিতায় প্রায় ৩শতাধিক শিক্ষার্থী ২৩টি বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।