কুষ্টিয়া প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুদক কর্তৃক দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় অভিযোগ গঠনের প্রতিবাদে ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কুষ্টিয়াতে কালো পতাকা মিছিল করেছে কুষ্টিয়া স্বেচ্ছাসেবকদল। ২১ মার্চ শুক্রবার বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদিক্ষণ করে থানা ট্রাফিক মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবি অ্যাড. শামিম উল হাসান অপুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি কুষ্টিয়া জেলা ১৮ দলীয় জোটের আহবায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক জেলা ১৮ দলীয় জোটের যুগ্ম আহবায়ক সদর থানা ১৮ দলীয় জোটের আহবায়ক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
উলেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বাবলু, এম এ শামীম আরজু, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মঈদ বাবুল, জেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান সুমন,সদস্য জিলুর রহমান জনি, মেহেদী হাসান, শামিম পিটু, সাজ্জাদুর রহমান সুজন, সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাপ্পী, শহর ছাত্রদলের সভাপতি মাহাফুজুর রহমান মিথুন, সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা আরিফ, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মাহাফুজ্জামান তিতাস, যুগ্ম আহবায়ক শাহরিয়ার ইমন রুবেল, আরিফ প্রমুখ।