কুমিল্লা প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭৫ সালের ২২ মার্চ প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লায় শিশু মেলা, র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। ২২ মার্চ শনিবার সকাল ৯ টা ৩০ মিনিটে র্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোঃ ওমর ফারুক। র্যালী শেষে সকাল ১০টায় কুমিল্লা টাউন হলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মুহাম্মদ গোলামুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোঃ ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন- ডেপুটি সিভিল সার্জন ও জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, ইসলামিক ফাউন্ডেশন কুমিলার উপ-পরিচালক মোঃ মহিউদ্দিন, কুমিল্লা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাও. মোঃ আব্দুল মতিন, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক আহাম্মেদ জামিল সেলিম, বাংলাদেশ টেলিভিশনের কুমিলা জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম রতন। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন কুমিলার ফিল্ড অফিসার মোঃ মাসুদ রানা, সহযোগিতায় ফিল্ড সুপার ভাইজার মাও. মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ২য় মুরাদপুর জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ রবিউল হাসান, নাত পরিবেশন করেন কোটেশ্বর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও. মোঃ নূরুল ইসলাম। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন- টমছম ব্রীজ মসজিদের ইমাম মাও. মোঃ আব্দুল মান্নান।