কুমিল্লা প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন ইউনিভার্সিটি ক্লাবের পূর্ণমিলণী শনিবার দুপুরে কুমিল্লার কাটবাড়ীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) মিলণায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিলা (দ.) জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) এমপি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিলা জেলা পরিষদ প্রশাসক ও কেন্দ্রীয় কৃষকলীগের সহসভাপতি আলহাজ্ব মোঃ ওমর ফারুক, বাংলাদেশ বেসরকারী মেডিকেল কলেজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, কুমিলা ইষ্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহ মোঃ সেলিম, জেলা যুবলীগ নেতা তরিকুল ইসলাম তারেক। পরে অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করে নিয়েছেন প্রাক্তন ছাত্র ছাত্রীরা।