মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের হাতে টাকা দিতে দিয়ে সময় নগদ টাকাসহ আব্দুল হাই (৩৫) নামে এক জনকে আটক করেছে পুলিশ। ২১ মার্চ শুক্রবার রাত ৯টার দিকে কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগান এলাকায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট কেনার সময় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলী নগর চা বাগান এলাকায় অভিযান চালিয়ে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শামীম আহমদ চৌধুরীর (মোটর সাইকেল) প্রতিকের পক্ষে আব্দুল হাই নগদ টাকা ভোটারদের কাছে দেবার সময় নগদ ৬০ হাজার টাকা ও একটি প্রাইভেটকারসহ তাকে আটক করে পুলিশ। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২৩ মার্চ কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্টিত হবে।