বেতাগী(বরগুনা) প্রতিনিধি : উত্তপ্ত নির্বাচনী পরিবেশের মধ্যে দিয়ে ২৩ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। চলছে টান টান উত্তেজনা। নেয়া হয়েছে সবধরনের প্রস্তুতি। ভোট উৎসবের এ লড়াইয়ে কে এগিয়ে, কার গলায় ঝুলবে বিজয় মালা এ প্রতীক্ষার প্রহর গুনছে বেতাগীবাসী। এখানে চেয়ারম্যান পদে ৩ প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী লড়াই করছেন। ভোটারের সংখ্যা ৭৮ হাজার ৭০৯। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩৮ হাজার ২১৩জন, মহিলা ভোটার ৪০ হাজার ৫৬৬ জন, কেন্দ্রসংখ্যা-৩৯। এ নির্বাচন সম্পর্কে ভোটারদের অভিমত প্রতিদ¦›িদ্বতা হবে দলীয় ও ব্যক্তি ইমেজ নিয়ে। নির্বাচনের একদম শেষ পর্যায়ে এসে প্রার্থী ও সমর্থকদের মাঝে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক বলয়ের পারিপার্শ্বিকতার প্রভাবে নির্বাচনী পরিবেশ চরম উত্তপ্ত আকার ধারন করেছে। ঘটছে আচরন বিধি লংঘন। উপজেলা নির্বাচনের শেষ দিকে এসে বেতাগীতে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী পরিবেশ। সন্ত্রাসী ও অপরিচিত লোকদের আনাগোনায় সুষ্ঠু ভোট গ্রহন নিয়ে শঙ্কা ও ভোটাররা চরম আতংকে রয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামীলীগ সমর্থিত আনারস মার্কার প্রার্থী গোলাম কবিরের সমর্থক, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা বিএনপি সমর্থিত প্রার্থী শাহজাহান কবিরের দোয়াত কলম মার্কার সমর্থকদের হুমুকি, নির্বিচারে হামলা, গ্রেফতার, হয়রানি এবং আচরন বিধি বিরোধী সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ করেছেন তার নির্বাচন সমন্বয়কারী এসএম নুরুল ইসলাম পান্না।
তিনি আরও অভিযোগ করেন, সমর্থকরা ভোট কেন্দ্রে না যেতে পারে সে জন্য বাড়ি বাড়ি গিয়ে হমকী-ধমকি দিেেচ্ছ। ভোটের দিন কেন্দ্র দখলের কথা রটিয়ে ভোটারদের মধ্যে আতংকের সৃষ্টি করার আপচেষ্টা চালানো হচ্ছে।এ অবস্থা অব্যাহত থাকলে নির্বাচন সুষ্ঠু হবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে নির্বাচন সুষ্ঠু ও আবাধ অনুষ্ঠানের লক্ষ্যে তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সকল সংস্থা ও বিভাগের নিকট নির্বাচনী পরিবেশ বজায় রাখা, সন্ত্রাসী কর্মকান্ড জড়িত সমর্থকদের গ্রেফতার, নির্বাচন চলা কালীন সময় প্রধান নির্বাচন কমিশনারের এ এলাকায় সফর এবং কমিশনের যে কোন কর্মকর্তার অবস্থান করার দাবি করেন।
নির্বাচন নিয়ে এখানকার তৃণমুল পর্যায়ে মানুষের অনেকেরই আগ্রহের শেষ নেই। তাদেরই একজন আব্দুল আজিজ (৫৭) কাজ করছেন দিন মজুরের। তিনি বলেন, গরীবদের কাছের মানুষকে ভোট দিবেন।
আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামীলীগ সমর্থিত দলীয় প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্জ এবিএম গোলাম কবির। হাঁটি হাঁটি পা করে তিনি নির্বাচনী যুদ্ধে অবতীর্ন হয়ে অনেক এগিয়েছেন। বিজয়ের ব্যাপারে তিনি সম্পুর্ন আশাবাদী। দোয়াত কলম প্রতীক নিয়ে ১৯ দল সমর্থিত দলীয় একক প্রার্থী উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান কবির তার ব্যাক্তিগত ভোট ব্যাংক এবং দলীয় অধিকাংশ নেতাদের সমর্থন নিয়ে বেশ শক্ত হাতে অগ্রসর হয়েছেন। তা ধরে রেেেখ বিজয়ের মালা ছিনিয়ে আনতে সক্ষম হবেন বলে জানান।