রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা : বিএনপিকে ইঙ্গিত করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর মত তারা সন্ত্রাস করে দোষ দেবে আমাদর। এই এলাকায় বিগত দিনের মত এখন ও সন্ত্রাস চালানো হচ্ছে। তাই আইন শৃঙ্খলাবাহিনীকে তাদের দমন করতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি ২১ মার্চ শুক্রবার বিকেলে ঝালকাঠির রাজাপুরে বাইপাস চত্বরে বঙ্গবঙ্গুর ৯৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
আমু বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃনমূল থেকে রাজনৈতিক সমর্থন জাগিয়ে আনতে হবে। তাই উপজেলা নির্বাচনে যাদের সমর্থন দেওয়া হয়েছে তাদের আপনার সমর্থন দিন। পদ্মা সেতু নির্মান সহ দক্ষিন অঞ্চেলের বিভিন্ন উন্নয়ন কাজ শিগগিরই শুরু করা হবে বলে ও তিনি জানান।
ঝালকাঠির- ১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য বিএইচ হারুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক এম মনিরুজ্জামান মনির, এমএ হান্নান ফিরোজ, আফজাল হোসেন রানা, খান সাইফুল্লাহ পনীর, মিলন মাহামুদ বাচ্চু, সঞ্জীব কুমার বিশ্বাস, খায়রুল আলম সরফরাজ ও মনিরউজ্জামান মানির।