অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে আচরণবিধি অনুযায়ী প্রচারণার শেষদিনে গতকাল শুক্রবার মধ্যরাত পর্যন্ত উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের দ্বারে দ্বারে ভোট ভিক্ষা করে মাঠ চষে বেড়িয়েছেন উপজেলার ১৭জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী। শেষদিনের গণসংযোগ শেষে উঠান বৈঠকও করেছেন তারা। বিধি অনুযায়ী নির্বাচনের ৪৮ঘন্টা আগে প্রচারণা শেষ হওয়ায় শুক্রবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এলাকায় এলাকায় ভোট প্রার্থণা করেছেন প্রার্থীরা। উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ চেয়ারম্যান, ৮ ভাইস চেয়ারম্যান ও ৪ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১৭ জন প্রার্থী।
সর্বশেষ গণসংযোগে ব্যস্ত ছিলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম মোর্তুজা খান (আনারস) উপজেলার বুধার, ছবিখাঁরপাড় পঞ্চপল্লী, জোবারপাড়, মরাআন্ধিরপাড়, দুশুমী, কাঠিরা, কালুড়পাড় ও আস্কর এলাকায় গণসংযোগ শেষে বিকেলে আস্কর কালীবাড়ি স্কুল মাঠে এআর ফারুক বক্তিয়ারের সভাপতিত্বে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি। বক্তব্য রাখেন এ্যাড. দেবদাস সমদ্দার, এ্যাড. বলরাম পোদ্দার, এ্যাড. রনজিৎ সমদ্দার, এ্যাড. মিন্টু রঞ্জন মন্ডল, এ্যাড. সুরেশ মন্ডল, মো. ইউসুফ মোল্লা, হারিছুর রহমান হারিছ, আইয়ুব আলী মিয়া, আ. রইচ সেরনিয়াবাত, রুস্তুম সেরনিয়াবাত, প্রার্থী গোলাম মোর্তুজা খান, মলিনা রানী রায়, আমিনুল ইসলাম বাবুল ভাট্রি, ইউনুস মিয়া, সবুজ আকন প্রমুখ।
বিএনপি মনোনীত একক প্রার্থী এসএম আফজাল হোসেন (মোটরসাইকেল) দলীয় নেতা কর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন সুতারবাড়ি, ছোট ডুমুরিয়া, ভাজনা, পশ্চিম গোয়াইল, পূর্ব গোয়াইল, ভালুকশী, উত্তর ভালুকশী, গৈলা, সুজনকাঠি গ্রামের ভোটারদের কাছে। এসময় তার সাথে ছিলেন কবির হোসেন তালুকদার, আবুল হোসেন লাল্টু, আলী হোসেন ভুঁইয়া স্বপন, শিপন হাওলাদার, শোভন রহমান মনির, কাদের হাওলাদার, মেজবাহ উদ্দিন সিকদার, মিজানুর রহমান মিজান, আবু সাঈদ। সন্ধ্যায় লখারমাটিয়া স্কুল মাঠে হারুন মৃধার সভাপতিত্বে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বিএনপি নিজেদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধর কথা বললেও তার সাথে কোন কেন্দ্রীয় নেতাকে ভোটের আগে এলাকায় প্রচারণায় দেখা যায়নি।
এদিকে দিনভর দলের বিদ্রোহী প্রার্থী যতীন্দ্র নাথ মিস্ত্রী (দোয়াত কলম) গণসংযোগ করেছেন রামের বাজার, তালতা, মোহনকাঠি, ছয়গ্রাম, গৈলা, আস্কর, দুশুমী, কাঠিরা গ্রামে। এসময় তার সাথে ছিলেন ড. নীলকান্ত বেপারী, অরুণ কৃষ্ণ হালদার, অশোক সরকার, এ্যাড. শাহীন উদ্দিন মিয়া, ইঞ্জিনিয়ার সুরেশ চন্দ্র ও জুলহাস পাইক।
আ’লীগের অপর বিদ্রোহী প্রার্থী গিয়াস উদ্দিন খান (টেলিফোন) গণসংযোগ করেছেন বাশাইল, পাকুরিতা, কোদালধোয়া, বাহাদুরপুর এলাকায়। এসময় তার সাথে ছিলেন সাগর খান, পাপ্পু সরদার, বাপ্পী তালুকদার, পান্না হাওলাদার, ইব্রাহীম তালুকদার।
ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) প্রার্থী মাওলানা রফিকুন্নবী ভাট্টি (কাপ-পিরিচ) গণসংযোগ করেছেন খাজুরিয়া, বাগধা, পয়সারহাট, তারারভিটা, চাঁদত্রিশিরা, নাঘিরপাড়, চক্রিবাড়ি, দুশুমী আগৈলঝাড়া সদর, রথখোলা এলাকায়। এসময় তার সাথে ছিলেন মাও. আবু ইসাহাক, মেহেদী হাসান রাসেল, গোলাম মাহমুদ হাওলাদার, শাহিন ভাট্টি, আইয়ুব আলী মিয়া, আ. মান্নান মিয়া। এছাড়া ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থীরাও উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও গ্রামে শেষ মূহুর্তের গণসংযোগ করেছেন।
আগৈলঝাড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন
কেন্দ্রীয় বিএনপি নেতা আ. সোবাহান
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য মতবিনিময় করেছেন। গতকাল শুক্রবার বিকেলে প্রচারণার শেষদিনে আগৈলঝাড়া প্রেসক্লাবে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী এসএম আফজাল হোসেনের মোটরসাইকেল মার্কার পক্ষে কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, আমরা আগৈলঝাড়া উপজেলার বিলাঞ্চলের মানুষ শান্তিপ্রিয়। সকলে মিলেমিশে বসবাস করি। তাই প্রশাসন ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ স্থানীয় সংসদ সদস্যর প্রতি অনুরোধ জানান। এসময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি কবির হোসেন তালুকদার, খলিল মোল্ল¬া, বরিশাল জেলা উত্তর যুবদল সাংগঠনিক সম্পাদক শাহ্ মো. বখতিয়ার, যুবদল নেতা আরিফ হোসেন ফিরোজ, নাসিম উদ্দিন স্বপনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।