হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে এক ভযাবহ অগ্নিকান্ডে নগদ টাকা,বসত ঘর ও আসবারপত্রসহ ৫ ঘর পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেন।
জানাযায়, ২১ মার্চ শুক্রবার ভোর রাতে হোসেনপুর উপজেলার সুরাটি গ্রামের আব্দুল খালেকের গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মহুর্তের মধ্যে পাশের আরো ৪টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজন দীর্ঘক্ষন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও পুড়ে ছাই হয়ে যায় ৫টি ঘরে রক্ষিত ধান,চাল,নগদ টাকা ও আসবারপত্র। এতে আনুমানিক ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়। অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে রয়েছে আব্দুল খালেকের ২টি ,আব্দুল মান্নানের ১টি,আব্দুল হাইয়ের ১টি ও সাইদুর রহমানের ১টি সহ ৫টি ঘর,নগদ টাকা ও আসবারপত্র।খবর পেয়ে উপজেলার সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন অগ্নিকান্ডেরস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।