লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস এলাকায় মঙ্গলবার গভীর রাতে র্যাবের উপর স্থানীয় জনতার হামলায় তিন র্যাব সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় গতকাল বুধবার রাতে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় র্যাবের ৩ সদস্য আহত হয়েছে বলে রংপুর র্যাব-১৩ এ এস পি মিজানুর রহমান দাবি করেন।এ দিকে বুধবার রাতে র্যাবের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালিয়ে শংকর কুমার বর্ম্মন, খিজিস চন্দ্র বর্ম্মন ও পিজুস কুমার বর্ম্মন নামে তিন জন গ্রামবাসীকে গ্রেপ্তার করে হাতীবান্ধা থানার পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় রংপুর র্যাব-১৩ ডি এ ডি সাদেক আলী বাদী হয়ে স্থানীয় থানায় শতাধিক গ্রামবাসীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
স্থানীয় লোকজন জানান, কয়েক দিন আগে ওই এলাকার গ্রামীণ ফোনের টাওয়ার থেকে ব্যাটারী চুরি হয়েছে। র্যাবের গাড়ীটি টাওয়ার কাছে থামালে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এ সময় কয়েকজন তাদের পরিচয় জানতে চায়। র্যাব সদস্য পরিচয় না দিলে লোকজনের সন্দেহ বেড়ে যায়। সেই সন্দেহে এ ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুর র্যাব-১৩ একটি দল গত মঙ্গলবার মধ্য রাতে হাতীবান্ধা উপজেলার পশ্চিম নওদাবাস এলাকায় গোপন অভিযান চালায়। এ সময় স্থানীয় জনতা দলবদ্ধ হয়ে ভুয়া র্যাব সন্দেহে তাদের উপর হামলা করে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বৃহস্পতিবার দুপুরে জানান, র্যাবের উপর হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।