মেহের আমজাদ,মেহেরপুর : দ্রুত গতিতে যানবাহন চালানো, অতিরিক্ত মালামাল বোঝাই ও কতিপয় চালকের অদক্ষতা সড়ক দূর্ঘটনার অন্যতম কারণ। সেইসাথে সড়কে অবৈধ যানবাহনের দৌরাত্ম ও চলাচলে বিঘœ সৃষ্টিকারী জিনিসপত্র সড়কের উপরে রাখায় দূর্ঘটনা বেড়েই চলেছে। তাই চালকদের যেমন দক্ষতা বাড়াতে হবে তেমনি সড়কে নির্বিঘেœ চলাচলের পরিবেশ সৃষ্টি করতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে সড়ক নিরাপত্তা ও দূর্ঘটনা হ্রাসের লক্ষ্যে আয়োজিত সেমিনার ও কর্মশালায় বক্তারা ওই কথাগুলো বলেন।
বিআরটিএ মেহেরপুর-চুয়াডাঙ্গা সার্কেল আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ খুলনা অঞ্চলের উপ-পরিচালক (ইঞ্জিঃ) এম.এম মাসুদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ মেহেরপুর-চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক সুব্রত কুমার দেবনাথ। শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ট্রাক ও ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি নিজামুল ইসলাম রকেট ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবু হোসেন খান বাবু। অনুষ্ঠানে শতাধিক বাস,ট্রাক, ট্রাঙ্কলরি চালক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেহেরপুরের পিরোজপুরে তেলের ব্যারেলে আগুন
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের মুদি দোকানী হাজী আব্দুল আলিমের তেলের ব্যারেলে আগুন দিয়েছে দুর্বত্তরা। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত বুধবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পিরোজপুর বাজারের মুদি ব্যবসায়ী আব্দুল আলিম বুধবার চার ব্যারেল সয়াবিন তেল ক্রয় করেন। দোকানের সামনে পড়ে থাকা প্লাস্টিকের ওই ব্যারেলগুলো কেটে তাতে আগুন দেয় দুর্বত্তরা। গতকাল ভোরে কয়েকজন আইসক্রিম বিক্রেতা বাজারে গিয়ে আগুন দেখতে পান। খবর পেয়ে দোকান মালিকসহ আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসেন। কিন্তু ততক্ষণে তেল ও ব্যারেল পুড়ে যায়।
মেহেরপুর মৃত্তিকা গ্রæফ থিয়েটারের পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
মহান স্বাধীনতা দিবস’১৪ উদযাপন উপলক্ষে মেহেরপুর মৃত্তিকা গ্রæফ থিয়েটারের উদ্যোগে পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় সভাপতিত্ব করেন মৃত্তিকা গ্রæফ থিয়েটারের সভাপতি মানিক হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরুদ্দিন মিরু, অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সাইদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মৃত্তিকা গ্রæফ থিয়েটারের সাধারণ সম্পাদক আশহাদুর রহমান অনু। অনুষ্ঠানে হাতের লেখা, সংগীত, নৃত্য, চিত্রাংকন, রচনা ও আবৃতি প্রতিযোগীতার বিজয়ী ৪৮ জন শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। এছাড়া একই অনুষ্ঠানে আবৃতিতে অহনা ও চিত্রাংকনে শান্তকে সম্মনতা প্রদান করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন মৃত্তিকা গ্রæফ থিয়েটারের সাংগাঠনিক সম্পাদক শাহীন, অর্থ সম্পাদক রাসেল, কাইছার আহমেদ সান্টু প্রমুখ। পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মৃত্তিকা গ্রæফ থিয়েটারের শিল্পীদের সমন্বয়ে সংগীত, নৃত্য ও নাটক প্রতারণা পরিবেশন করা হয়।
মেহেরপুর ১ম বিভাগ হ্যান্ডবলে পিরোজপুর জনতা ও পাবলিক ক্লাব জয়ী
মেহেরপুরে কিউট ১ম বিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতায় পিরোজপুর জনতা ক্লাব ও মেহেরপুর পাবলিক ক্লাব নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় পিরোজপুর জনতা ক্লাব মেহেরপুর নিয়ওন স্টারকে এবং মেহেরপুর পাবলিক ক্লাব মেহেরপুর একতা সংঘকে পরাজিত করে।
দিনের প্রথম খেলায় পিরোজপুর জনতা ক্লাব ৭-০ গোলে মেহেরপুর নিয়ওন স্টারকে পরাজিত করে। পিরোজপুর জনতা ক্লাবের পক্ষে আশরাফুল ৪টি ও রাজা ৩ টি গোল করেন। দিনের অপর খেলায় মেহেরপুর পাবলিক ক্লাব ৫-০ গোলে মেহেরপুর একতা সংঘকে পরাজিত করে। পাবলিক ক্লাবের পক্ষে মিন্টু ৩ টি এবং মজিদ ও শাহীন একটি করে গোল করেন।
মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা আদায়
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকা ও নোংরা পরিবেশের জন্য জরিমানা আদায় করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা মেহেরপুর শহরের ৪টি রাইস মিল ও একটি পেট্রল বিক্রির দোকান মালিককে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ছবি পি-৫ঃ বক্তব্য রাখছে এক শিশু শিক্ষার্থী।
মেহেরপুরে বারাদিতে “ব্র্যাক ডে ”পালিত ।
ব্রাক‘র প্রতিষ্ঠা বার্ষিকী “ব্রাক ডে” পালিত হয়েছে । এ উপলক্ষে গতকাল বৃহঃস্পতিবার সকাল ১০টার সময় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কলাইডাঙ্গা গ্রামে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ব্র্যাকের কার্যক্রম নিয়ে আলোচনা, প্রাথমিক উপানুষ্ঠানিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে চিত্রাংকন প্রতিয়োগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক মঈন-উল-আলম, সভাপত্বিত করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আতর আলী । বক্তব্য রাখেন সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার প্রোগ্রাম অফিসার মোঃ লোকমান হোসেন, কেন্দ্র শিক্ষিকা মোছাঃ খালেদা জাহান প্রমুখ।
প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।