চুয়াডাঙ্গা প্রতিনিধি : সারাদেশে ৫ লাখ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বন্ধু চুলা স্থাপনের লক্ষ্যমাত্রা অর্জন উপলক্ষে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলায় র্যালি ও ঐতিহ্যবাহীস্থান বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগরের আম্রকাননে বনভোজনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার এই ব্যালী ও বনভোজন অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তর ও জিআইজেড’র সহযোগীতায় পরিচালিত “বন্ধু চুলার বাজার উন্নয়ন উদ্যোগ” প্রোগ্রামের মাধ্যমে গত ১ বছরে সারাদেশে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ৫ লাখ বন্ধু চুলা স্থাপন করা হয়েছে। এছাড়া আগামী ১ বছরে আরও ১০ লাখ বন্ধু চুলা স্থাপন করা হবে। এই চুলা রান্নায় জ্বালানী বাঁচায়, খরচ কম, রান্নাঘর ঝূলকালিমুক্ত থাকে, ধোঁয়া হয়না, নারী ও শিশুদের অকালমৃত্যু রোধ করে এবং কার্বনডাইঅক্সাইডের নির্গমণ হ্রাস করে পরিবেশের ভারসম্য বজায় রাখতে সাহায্য করে। আরও বলা হয় প্রতি রবিবার চ্যানেল আই’য়ে সন্ধ্যা ৬ টায় বন্ধু চুলায় মজার মজার রান্নার অনুষ্ঠান এবং ডাক্তারের উপস্থিতে আলোচনা অনুষ্ঠান হয়। উক্ত র্যালি ও বনভোজনে অতনু কুমার সাহা (ডি এম মাগুড়া), ইসমাইল শেখ (জেলা ব্যবস্থাপক ঝিনাইদহ), মোঃ আবূল কালাম আজাদসহ (জেলা ব্যবস্থাপক চুয়াডাঙ্গা) ৩ জেলায় কর্মরত সকল কর্মকর্তা ও পার্টনারগণ উপস্থিত ছিলেন।