সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : জাতীয় সাংবাদিক সংস্থা সাপাহার উপজেলার শাখার কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা সাপ্তাহিক সাপাহার বার্তা পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থা সাপাহার শাখার সভাপতি মোঃ ছাদেক উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সংস্থার সহ-সভাপতি বাবুল আকতার, সাধারন সম্পাদক কামরুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক মোঃ নয়ন বাবু, কোষাধক্ষ্য ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক নিজামুল হক, ক্রীড়া সম্পাদক শরিফ তালুকদার, দপ্তর সম্পাদক ফজলুর রহমান প্রমুখ। সভায় জাতীয় সাংবাদিক সংস্থার নাম ভাঙ্গিয়ে একটি মহল কর্তৃক উপজেলার বিভিন্ন অফিস আদালতে অব্যহত প্রতারণা মূলক কর্মকান্ড প্রতিহত করতে স্থানীয় প্রশাসন সহ সর্বস্থরের জনগনকে সজাগ থাকার আহব্বান জানানো হয়।