লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন বাবুলকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় বিএনপির যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেই সঙ্গে দলের সব নেতাকর্মীদের বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের (আনারস) প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা জানান,দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে রোকন উদ্দিন বাবুল বিদ্রোহী প্রার্থী হিসেবে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করায় তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার সংক্রান্ত ফ্যাক্স বার্তাটি রোকন উদ্দীন বাবুলের কাছে পাঠানো হয়েছে।