রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রাণীশংকৈল থানা পুলিশ ২০ মার্চ বৃহস্পতিবার রাতে রাউৎনগর মাষ্টারপাড়া এলাকা থেকে ১৫ বোতল ফেন্সিডিল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। এস আই ফজলু, এস আই মামুন, এএসআই বিপ্লব সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ পুলিশ অভিযানের সময় ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চক্র ফেন্সিডিলের ব্যাগ ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।