অপূর্ব লাল সরকার, গৌরনদী (বরিশাল) : ভালবাসার একপর্যায়ে প্রেমিকের দেয়া বিয়ের প্রলোভনে হিন্দু রীতি অনুযায়ী মন্দিরের দেব-দেবীকে স্বাক্ষী রেখে দেড়বছর পূর্বে গোপনে প্রেমিকা সাধনা মন্ডলের (১৯) সিঁথিতে সিঁদুর পরিয়েছিল প্রেমিক অসীম হালদার (২৫)। পরবর্তীতে অতিগোপনে তারা মেলামেশা করতে থাকেন। একপর্যায়ে অসীম তার স্ত্রীকে বাড়িতে নিয়ে গেলেও বাঁধ সাধে অসীমের পরিবার। তারা সাধনাকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরবর্তীতে পরিবারের চাপের মুখে আত্মগোপন করে অসীম। উপায়অন্তু না দেখে সিঁথির সিঁদুরের অধিকার আদায়ের জন্য অসহায় সাধনা মন্ডল স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে গ্রামের মোড়লদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। এতে ক্ষিপ্ত হয়ে অসীমের বাবার ভাড়াটে সন্ত্রাসীরা গত ২/৩দিন থেকে সাধনাকে মিথ্যে অপবাদ দিয়ে গ্রামছাড়া করার জন্য হুমকি দিয়েছে। তাদের অব্যাহত হুমকির মুখে অসহায় সাধনা মন্ডল এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনা ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামে।
গত শুক্রবার সকালে ওই গ্রামের মৃত ভবরঞ্জন মন্ডলের কন্যা ভুক্তভোগী সাধনা মন্ডল জানান, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে একই গ্রামের রামচন্দ্র হালদারের পুত্র অসীম হালদার বিয়ের প্রলোভনে গত দেড়বছর পূর্বে মন্দিরের দেব-দেবীকে স্বাক্ষী রেখে অতিগোপণে তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। গত ৩ মাস পূর্বে অসীম স্ত্রী হিসেবে সাধনাকে তার পিত্রালয়ে নিয়ে বিয়ের বিষয়টি তার পরিবারকে জানায়। এতে তার পরিবারের লোকজনে ক্ষিপ্ত হয়ে সাধনাকে মারধর করে তাড়িয়ে দেয়। সেই থেকে অসহায় সাধনা মন্ডল স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরেও কোন সুফল পায়নি। ফলশ্রæতিতে সিঁথির সিদুরের মর্যাদা প্রতিষ্ঠায় অসহায় সাধনা মন্ডল প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ কামণা করেছে।