নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে উপজেলার পুটিমারা ইউনিয়নের কালিয়া গ্রামে নারীর প্রতি সহিংসতা মুক্ত কালিয়া গ্রামের উদ্যেগে ওই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বে-সরকারী সংস্থা পলী শ্রী’র আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন,ঢাকার সহযোগিতায় ওই ক্যাম্পেইনে রিক্্রা ভ্যান র্যালী ও আলোচনার সভার আয়োজন করা হয়। পলী শ্রী’ প্রোগ্রাম ফ্যাসিলিটেটর রওনক আরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিঃএফ টি লুৎফা বেগম, এ্যাকশন কমিটির সদস্য আতিয়ার রহমান, নাদিরা বেগম ও ইউ,পি সদস্যা সাবিনা ইয়াসমিন। ক্যাম্পেইনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও ন্যায্য অধিকার আদায়ের উপর আলোচনা হয়।