কালিয়া (নড়াইল) প্রতিনিধি : যশোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য বাবু রণজিৎ কুমার রায় বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে উন্নত যোগাযোগ ব্যবস্থার কোন বিকল্প নেই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত জনপদের যোগাযোগ ব্যবস্থার উপর অধিকতর গুরুত্বারোপ করে কাজ করে চলেছেন। কাজেই, সরকারের সার্বিক উন্নয়ন কর্মকান্ডে জনগণকে সর্বদা পাশে থাকতে হবে। তিনি আরো বলেন, যোগাযোগের ক্ষেত্রে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের অংশ হিসাবে অভয়নগর, ফুলতলা, কালিয়া, তেরখাদা ও দিঘলিয়া উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি জনগুরুত্বপূর্ণ অভয়নগর-কালিয়া (ফাজেল মোল্যা সড়ক) সংযোগ সড়কের পেড়লী থেকে ইছামতি পর্যন্ত দ্রুত পাকাকরণ হবে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে পেড়লী জিসি থেকে আমতলা জিসি পর্যন্ত (ভায়া চন্দ্রপুর বাজার-সোনাতলা) সড়ক পাকাকরণের কাজের উদ্বোধন শেষে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী বাজারে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বত্তব্যে তিনি এ কথাগুলো বলেন। পেড়লী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ১১নং পেড়লী ইউপি চেয়ারম্যান আনিসুল ইসলাম বাবু। সাংবাদিক এম এম মাসুম রেজার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পেড়লী ইউনিয়ন আওয়ামীযুবলীগ সভাপতি নজরুল ইসলাম শেখ। এ সময় কালিয়া ও অভয়নগরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বাবু রণজিৎ কুমার রায় সভাস্থলে পৌঁছালে তাকে এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেন প্রবীণ রাজনীতিবিদ আব্দুস ছালাম ভূঁইয়া ও গোলাম মোস্তফা শেখ। এর পরপরই ১১নং পেড়লী ইউপি চেয়ারম্যান আনিসুল ইসলাম বাবু ও ইউনিয়ন যুবলীগ সভাপতি নজরুল ইসলাম শেখ পুষ্পস্তবকসহ সম্মাননা স্মারক প্রদান করে বিশেষ সংবর্ধনা দেন। প্রধান অতিথি এর আগে যশোরের সুন্দলী ও সিদ্দিপাশার আমতলা গ্রামে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন।