চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুইটি ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ ১১ জন আহত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলার কার্পাসডাঙ্গা ইউপি অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
জানা যায়, সুবলপুরের উদ্দেশ্য সদাবরি গ্রাম থেকে ছেড়ে আসা একাটি যাত্রী বোঝাই ভটভটি কার্পাসডাঙ্গা ইউপি অফিসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
আহতরা হলেন, উপজেলার সদাবরি গ্রামের আব্দুর রহিমের ছেলে আবুল কাশেম (৪৫), তার স্ত্রী আকলিমা খাতুন (৩৫), ছেলে বকুল (১৯), মিরাজুলের স্ত্রী মরিয়াম বেগম (৫৫), দোস্ত মোহাম্মদের স্ত্রী মাসুদা (৪০), আব্দুস সাত্তারের স্ত্রী ছায়রা খাতুন (৪৫), আবু তালেবের স্ত্রী ছালেহা (৫২), জামাল মল্লিকের স্ত্রী রহিমা (৫০), মিন্টু মিয়ার শিশুকন্যা কাকন (৩), আব্দুল কুদ্দুসের স্ত্রী জবেদা বেগম (৫২) ও সাইদুর রহমানের শিশুকন্যা সারজিনা আক্তার (৭) ।
আহতদের দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আকলিমার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।