ঝালকাঠি প্রতিনিধি : জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস দপ্তরের উদ্যোগে ঝালকাঠিতে নৌ র্যালী, জেলে সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় শহরের কলেজ খেয়াঘাট থেকে এক বর্নাঢ্য নৌ র্যালী শুরু হয়ে ধানসিঁড়ি নদীর মোহনায় গিয়ে শেষ হয়। এর আগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রী আমির হোসেন আমু এমপি।মন্ত্রী তার বক্তব্যে বলেন “ সরকার জেলেদের পূর্নবাসনের ব্যাবস্থা করেছে তার পরেও সরকারি নির্দেশ আমান্য করে যারা জাটকা নিধন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে”। জেলা প্রশাসক মোঃ শাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোঃ মজিদ আলী, পৌর মেয়র আবজাল হোসেন, জেলা মৎস কর্মকর্তা মোঃ রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।
ঝালকাঠিতে এসএমই বিষয়ক সেমিনার ও ঋণ বিতরণ কর্মসুচী অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠিতে পূবালী ব্যাংকের এসএমই বিষয়ক সেমিনার ও প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। ধানসিঁড়ি মহিলা ক্লাব মিলনায়তনে শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠিত সেমিনার এ প্রধান অতিথি ছিলেন ব্যাংকের মহাব্যাবস্থাপক (ক্রেডিট) হাবিবুর রহমান। বিশিষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চরের উপ মহা ব্যাবস্থাপক জগৎ চন্দ্র সাহা এবং ঝালকাঠি চেম্বার এর সহ সভাপতি শাহ আলম শাহীন। শাখা ব্যাবস্থাপক নিজাম উদ্দিন এর সভাপতিত্বে এতে ব্যাবসায়ী নেতৃবৃন্দ ও ঋণ গ্রহীতারা অংশগ্রহন করেণ।