চুয়াডাঙ্গা প্রতিনিধি : বিএনপির যুগ্ন মহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক অ্যাড. রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেত্রী ফারহানা আক্তার রিনিকে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহ¯পতিবার বেলা ৩ টার দিকে এ সংত্রান্ত একটি ফ্যাক্স বার্তা জীবননগরে পৌছায়। পত্রটি জেলা বিএনপি’র সভাপতি/সম্পাদক বরাবর ও অনুলিপি দেওয়া হয়েছে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এসপি মসিউর রহমান ও জীবননগর উপজেলা বিএনপি’র সভাপতি ও সম্পাদকের কাছে। এছাড়া বিএনপি সমর্থিত জীবননগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান ধন্দুর পক্ষে দলের সকল নেতাকর্মীকে এক সাথে কাজ করার জন্যও ওই পত্রে আরও বলা হয়েছে।