ads

শুক্রবার , ২১ মার্চ ২০১৪ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে শিক্ষা অফিসের কর্মচারি ও চালক খুন

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২১, ২০১৪ ৬:৪৭ অপরাহ্ণ
জামালপুরে শিক্ষা অফিসের কর্মচারি ও চালক খুন

জামালপুর সংবাদদাতা : টাঙ্গাইল শিক্ষা অফিসের অফিস সহকারী শহিদ (৩৫) জামালপুরে খুন হয়েছেন। অপরদিকে জেলার মেলান্দহ উপজেলা থেকে হাত-পা বাধা অবস্থায় এক ইজি বাইক চালকের মৃতদেহ  উদ্ধার করেছে পুলিশ। শহিদ ২০মার্চ জামালপুরে স্ত্রীর সন্ধানে শ্বশুর বাড়িতে আসছিলেন। তিনি টাঙ্গাইল জেলার কাজীপুরের ছায়েদ আলীর ছেলে বলে জানাগেছে।
সদর থানার নারায়নপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান-দুই বছর আগে জামালপুর সদর উপজেলার পূর্বপাড় দিঘুলী গ্রামের ফাইনুছ আলীর মেয়ে ফাতেমা(২০)কে বিয়ে করেন। গত ৩ মার্চ শহিদের স্ত্রী ফাতেমা জামালপুর থেকে অপহৃত হন। এ ঘটনায় ফাতেমার পিতা ফাউনুছ আলীর প্রতিবেশী বাদলের ছেলে বাবুকে আসামী সদর থানায় মামলা দায়ের করেন। শহিদ ২০মার্চ অপহৃতা স্ত্রীর খবরদারি করতে শ্বশুরালয়ে আসেন।
অপহরন মামলার আসামীরা রশিদপুর কুইড়াখালিতে আছে মর্মে খবরটি নিশ্চিত করতে পরদিন ২১মার্চ শুক্রবার সকালে শ্বশুর ফাইনুছ আলী ও জামতা শহিদ কুড়াইখালিতে যান। পূর্ব থেকে উৎপেতে থাকা হরণকারীরা শহিদকে পিটিয়ে হত্যা করে। এসময় শ্বশুর ফাইনুছ আলীও আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শহিদের মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেন । এ পরিকল্পিত হত্যাকে ঘিরে এলাকায়  নানা গুঞ্জন ছড়াচ্ছে।
অপরদিকে গতকাল ২১মার্চ শুক্রবার সকালে জামালপুরের মেলান্দহ উপজেলার বেতমারী এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় মনোয়ার হোসেন মনু (৩০) নামে এক ইজিবাইক চালকের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি উত্তর আদিপুর গ্রামের নুরু বেপারীর ছেলে বলে জানাগেছে। অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) ওসি এসআই খন্দকার হালিম জানান, ২০ মার্চ বৃহস্পতিবার রাতের কোন এক সময় মনোয়ারকে শ্বাসরোধে হত্যার পর ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। মনুর মুখে স্কচ ট্যাপ মুড়িয়ে পরণের লুঙ্গি খোলে হাত-পা বেধে নির্মমভাবে হত্যা করা হয়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত স্ত্রী চাঁদনী (২৫), মা-মমেনা (৫৬) জানান-২/৩মাস আগে দুর্বৃত্তের একটি গ্র“প রাতে মনুকে বেধড়ক প্রহার করেছিল। গত রাতে শ্যামপুর বাজার থেকে ৬-৭জন লোক কম্পুরের কথা বলে যাত্রী বেশে ইজিবাইকে ওঠেছিল। ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!