চুয়াডাঙ্গা প্রতিনিধি : নিখোঁজ হওয়ার ১২দিন পর চুয়াডাঙ্গার শহরতলী দৌলতদিয়াড় কোরিয়াপাড়ায় নিজ বাড়ির অদূরে একটি ভুট্টাক্ষেত থেকে ওমর আলী (৭০) নামের বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে লাশ উদ্ধার করা হয়। নিহত ওমর আলী দৌলতদিয়াড় কোরিয়াপাড়ার মৃত মানিক জোয়ার্দ্দারের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন জানান, বৃহস্পতিবার বিকালে বাড়ির কাছের একটি ভুট্টাক্ষেতের মধ্যে বৃদ্ধ ওমর আলীর গলিত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসি থানায় খবর দেয়। পরিবারের লোকজনের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, ওমর আলী দীর্ঘদিন থেকে হাপানি রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে ১২ দিন আগে তিনি ভুট্টাক্ষেতে গিয়ে অসুস্থ হয়ে মারা যান। পরিবারের লোকজন তাকে কোথাও খুঁজে পায়নি।
ওসি আরো জানান, পরিবারের লোকজন কোনো অভিযোগ করবে না বলে পুলিশকে জানিয়েছে এবং ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করেছে।