চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাচনে দু’চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দু’সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছে। এ সময় হামলাকারীরা ৪টি বসতবাড়ীতে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। আহতদের চিতলমারী, টুংগীপাড়া ও বাগেরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই দু’আ’লীগ নেতা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোলা মুজিবর রহমান শামীমের সমর্থক এম, এ খসরু আহম্মেদ উকিল এর সাথে অপর চেয়ারম্যান প্রার্থী অহিদুজ্জামান পান্নার সমর্থকদের মধ্যে দুপুর ২ টার সময় এক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বড়বাড়িয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর উকিল (৫০), সাংবাদিক একরামুল হক মুন্সী (৫৫), পংকজ মন্ডল (৪০) সহ ১৫ জন আহত হয়। এ সময় ওই এলাকা রনক্ষেত্রে পরিনত হয়। তাৎক্ষনিক ভাবে খবর পেয়ে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলম, আ’লীগ সভাপতি মোহন আলী বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি আরো অবনতি হলে অতিরিক্ত পুলিশ, বিজিবি, র্যাব মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকার অবস্থা থমথমে ছিল ও অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। তবে যে কোন মুহুর্তে আরো বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আসংখ্যা রয়েছে।
চিতলমারীতে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের অভিযোগে দু’প্রাথীর জরিমানা
বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাচনে আচরন বিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী মুজিবর রহমান শামীম ও ভাইস চেয়ারম্যান প্রার্থী সাহেব আলী ফরাজীর নিকট থেকে ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানাগেছে, গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টায় বড়বাড়িয়া এলাকা থেকে ম্যাজিষ্ট্রেট শাহ মোঃ রফিকুল ইসলাম প্রার্থীদের আচরনবিধি লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা আদায় করেছেন। মোলা মুজিবর রহমান শামীমের নিকট থেকে ৫০ ও ভাইস চেয়ারম্যান সাহেব আলী ফরাজীর নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
চিতলমারীতে নির্বাচনী সহিংসতায় ঘরবাড়ী ভাংচুর : আহত ১৫
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাচনে দু’চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দু’সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছে। এ সময় হামলাকারীরা ৪টি বসতবাড়ীতে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। আহতদের চিতলমারী, টুংগীপাড়া ও বাগেরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই দু’আ’লীগ নেতা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোলা মুজিবর রহমান শামীমের সমর্থক এম, এ খসরু আহম্মেদ উকিল এর সাথে অপর চেয়ারম্যান প্রার্থী অহিদুজ্জামান পান্নার সমর্থকদের মধ্যে দুপুর ২ টার সময় এক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বড়বাড়িয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর উকিল (৫০), সাংবাদিক একরামুল হক মুন্সী (৫৫), পংকজ মন্ডল (৪০) সহ ১৫ জন আহত হয়। এ সময় ওই এলাকা রনক্ষেত্রে পরিনত হয়। তাৎক্ষনিক ভাবে খবর পেয়ে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলম, আ’লীগ সভাপতি মোহন আলী বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি আরো অবনতি হলে অতিরিক্ত পুলিশ, বিজিবি, র্যাব মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকার অবস্থা থমথমে ছিল ও অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। তবে যে কোন মুহুর্তে আরো বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আসংখ্যা রয়েছে।
চিতলমারীতে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের অভিযোগে দু’প্রাথীর জরিমানা
বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাচনে আচরন বিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী মুজিবর রহমান শামীম ও ভাইস চেয়ারম্যান প্রার্থী সাহেব আলী ফরাজীর নিকট থেকে ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানাগেছে, গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টায় বড়বাড়িয়া এলাকা থেকে ম্যাজিষ্ট্রেট শাহ মোঃ রফিকুল ইসলাম প্রার্থীদের আচরনবিধি লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা আদায় করেছেন। মোলা মুজিবর রহমান শামীমের নিকট থেকে ৫০ ও ভাইস চেয়ারম্যান সাহেব আলী ফরাজীর নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।