মৌলভীবাজার প্রতিনিধি : সদ্য ঘোষিত বেতন-ভাতা ও স্কেল বৈষম্যের প্রতিবাদে ও প্রধান শিক্ষকদের বেতন স্কেল থেকে সহকরী শিক্ষকদের বেতন স্কেল একধাপ নিচে নির্ধারণ ও সরাসরি প্রধান শিক্ষক নিয়োগের বিধান বন্ধ রেখে শতভাগ বিভাগীয় পদোন্নতি চালু করা সহ কয়েকটি দাবীতে গতকাল বৃহস্পতিবার ২০ মার্চ বিকেল সাড়ে ৩টায় কুলাউড়া চৌমুহনী চত্বরে কুলাউড়া উপজেলায় কর্মরত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানব বন্ধন ও পথসভা করেন।
কুলাউড়া উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মছব্বির শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলামের পরিচালনায় মানব বন্ধন শেষে পথ সভায় শিক্ষকদের দাবীর প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক শাহাজাহান, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহিব উদ্দীন চৌধুরী লেদু, মৌলভীবাজার উপজেলা সহকারি শিক্ষক সমিতির সাধারন সম্পাদক এনামুল কবির, কুলাউড়া পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, কৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছিত।
ভুক্তভোগী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক প্রশান্ত কান্ত দত্ত, আব্দুল মোহাইমিন, খায়রুল আলম কয়ছর, মোঃ ফখর উদ্দীন, এমএস জামান, হাবিবুর রহমান, মুহিবুর রহমান, সৈয়দ গিয়াস উদ্দীন, মোঃ আব্দুর রহিম, শরীফ আহমদ, আব্দুল হক, নুরুল ইসলাম ফয়েজ, মোতাহের হোসেন, নাজমুল ইসলাম, এস এম জামান প্রমুখ।
বক্তারা অবিলম্বে ২০০৬ সালের ২৯শে আগষ্টের পূর্বের ন্যায় প্রধান শিক্ষকদের একধাপ নিচে সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ ও পদোন্নতিজনিত জটিলতা নিরসন করে অবিলম্বে শতভাগ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষকদের পদ পূরণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
পরে শিক্ষকরা র্যালীসহ কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।