কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী উম্মে সালমা পারভীন রুনা (তালা প্রতীক) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৫১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হ’ন।
প্রতিদ্ব্›দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ আব্দুলাহেল বাকী (আনারস প্রতীক) পেয়েছেন ৩৮৬৫ ভোট। এছাড়া আরেক প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন মাত্র ৩৯৫ ভোট।
কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন সূষ্ঠু করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। এই ইউনিয়নের নয়টি কেন্দ্রের ২৭টি বুথে ১৪হাজার ৪৭৩ জন ভোটারের মধ্যে ৯হাজার ৪৪৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কর্মকর্তা আবু আনছার জানিয়েছেন নির্বাচন সূষ্ঠূভাবে সম্পন্ন হয়েছে। বেসরকারী ফলাফলে উম্মে সালমা রুনা নির্বাচিত হয়েছেন।
উলেখ্য, গত ৮ডিসেস্বর সন্ধ্যায় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুমারখালী উপজেলা বিএনপি’র যুগ্মসাধারণ সম্পাদক মুন্সি রশিদুর রহমানকে মহেন্দ্রপুর বাজারে গুলি করে হত্যা করে। পরে ওই ইউনিয়নে উপ-নির্বাচনে মুন্সি রশিদুর রহমানের স্ত্রী উম্মে সালমা পারভীন রুনা প্রার্থী হন।