কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান প্রার্থী মো. ফজলুল হক বাগমার নয়ন (আনারস) বিএনপি সমর্থিত একক প্রার্থী। এ ব্যাপারে শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব (দফ্তরের দায়িত্বপ্রাপ্ত) এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি চিঠি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক, জেলা ও উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন এবং উপজেলা সাধারণ সম্পাদক মো. সোলাইমান আলমের হাতে এসে পৌঁছেছে। উক্ত চিঠিতে উপজেলা বিএনপির একক প্রার্থী হিসেবে ঘোষনা করার পাশাপাশি একই উপজেলায় বিএনপির কথিত নেতা চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে মো. মনির হোসেন মোটর সাইকেল প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা চালানোর কারণে উপজেলায় দলের অভ্যন্তরে বিভ্রান্তির সৃষ্ঠি হচ্ছে। মনিরকে দল থেকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তাই উপজেলা পর্যায়ের নেতাদের কঠিন হুশিয়ারী দিয়ে চিঠিতে তিনি বলেন, মনিরের সাথে বিএনপির কোন নেতৃবৃন্দ সাংগঠনিক যোগাযোগ রাখার চেষ্ঠা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মো. ফজলুল হক বাগমার নয়ন (আনারস) কালীগঞ্জ উপজেলায় বিএনপি সমর্থিত একক প্রার্থী তার পক্ষে কাজ করার জন্য উপজেলা পর্যায়ের সকল নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
উল্লেখ, বিএনপির সাবেক ছাত্রনেতা মো. মনির হোসেন কালীগঞ্জের অতি পরিচিত মুখ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও সর্বশেষ যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ৩ বারের সিনেট সদস্যও ছিলেন। দলীয় সমর্থন প্রত্যাশায় ব্যর্থ হয়ে বিএনপি বিদ্রোহী প্রার্থী হিসেবে সাবেক এ ছাত্রনেতা সম্মিলিত নাগরিক ফোরাম থেকে মোটর সাইকেল প্রতীক নিয়ে কালীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্ধন্ধিতা করছেন।