কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের ৩১ মার্চ নির্বাচনের দিনকে সামনে রেখে শুক্রবার সকাল থেকে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলা নির্বাচনে সকল ভোটকেন্দ্রে পূর্বের নিয়মে সীল ও ব্যালট পেপার ব্যবহার করা হবে। উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডের ৯০টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার প্রশিক্ষণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অন্যদের মাঝে জেলা নির্বাচন অফিসার মো. হাসানুজ্জামান, কালীগঞ্জ উপজেলা নির্বাচনের ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেব নাথ বাপ্পি, উপজেলা নির্বাচন অফিসার মো, জহুরুল আলম, উপজেলা নির্বাচনের মনিটর ও প্রকৌশলী মো. আমিনুর রহমান, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. নাজমূল হক ভূঁইয়াসহ ১০ জন প্রশিক্ষক উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ৯৫ জন প্রিজাইডিং অফিসার, ৪৮৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯৬৬ জন পোলিং অফিসার অংশগ্রহণ করেন।