আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : আগামী ২৩মার্চ আসন্ন কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৬৭টি ভোট কেন্দ্রের ১৭টি অধিক ঝুকিপূর্ণ। আর বাকি ৫০টি সাধারণ হিসেবে তালিকায় রয়েছে। আইনশৃংখলা বিষয়ক ওই তালিকা প্রস্তুত করেছে কলারোয়া থানা পুলিশ। থানা সূত্র জানায়, অধিকঝুকিপূর্ণ ১৭টি ভোটকেন্দ্র হলো-গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুরারীকাটি, বসন্তপুর, খোর্দ-বাটরা, সিংহলাল, জালালাবাদ, নারায়নপুর, বাটরা, বুইতা, রায়টা, কাশিয়াডাঙ্গা, যুগিখালী, বামনখালী, ওফাপুর সরকারি প্রাথ.বিদ্যালয়, সিংগা হাইস্কুল, কামারালী হাইস্কুল এবং দেয়াড়া দাখিল মাদরাসা। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সি মোফাজ্জেল হোসেন কনক জানান, প্রতিটি কেন্দ্রেই সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকবে। পৌরসভাসহ ১২টি ইউনিয়নে ১৩জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হবে। সার্বক্ষণিক নিয়মিত টহলে থাকবে একাধিক আইনশৃংখলা বাহিনীর টিম। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে গোটা উপজেলা। অধিক ঝুকিপূর্ণ কেন্দ্র গুলোর প্রতিও থাকবে বিশেষ নজর। এদিকে, স্থানীয় সূত্র গুলো জানিয়েছে উপজেলার হিজলদী, বয়ারডাঙ্গা, চন্দনপুর, মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, কেরালকাতা, হেলাতলা ইউনিয়নের কয়েকটি কেন্দ্র কিংবা কেন্দ্রে যাওয়া-আসার পথে বাধার সম্মুখিনের আশংকা করছেন স্থানীয় অনেকে।