আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বৃহস্পতিবার বগুড়ার আদমদীঘির ঐতিহাসিক হযরত বাবা আদম (রহঃ) এর মাজার শরীফের বার্ষিক উরস মোবারক ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে শেষ হয়েছে। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে ইসলামির আলোকে ওয়াজ মাহফিল। মাজার কমিটির সভাপতি ও আদমদীঘি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে ওয়াজ ফরমান নাটোরের বিশিষ্ঠ ইসলামি চিন্তাবিদ প্রখ্যাত ওয়ায়েজিন আলহাজ্ব হযরত মাওলানা অনোয়ার হোসেন জিহাদী। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সাংসদ এডভোকেট নুরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন। এছাড়া ওয়াজ ফরমান আদমদীঘি কওমী মাদরাসার মোহতামিম আলহাজ্ব হযরত মাওলানা ইব্রাহিম আলী ফয়জী, নওগাঁ গাউসুল মাদরাসার মুফাচ্ছির আলহাজ্ব হযরত মাওলানা আবু বক্কর ছিদ্দিক, আদমিয়া হাফেজিয়া মাদরাসার মোহতামিম মাওলানা আল হেলাল জামালি, মাওলানা মাসুদ রানা, মাওলানা আব্দুল আওয়াল সহ বিভিন্ন আলেমগন। আখেড়ি মোনাজাতে দেশের শান্তি সমৃদ্ধ কামনা করা হয়। পরে জলসায় আগতদের মধ্যে প্রায় ৫৫ মন চাউলের পোলাও তবারক হিসাবে বিতরন করেন কতৃপক্ষ।
আদমদীঘির পাশ্ববর্তি কামতায় মুক্তিযোদ্ধার বাড়ীতে হামলা মারপিট ও ছিনতাইয়ের অভিযোগ
আদমদীঘির পাশ্ববর্তি কামতা গ্রামে পূর্বশক্রতার জের ধরে আব্দুল মতিন নামের এক মুক্তিযোদ্ধা ও তার ছোট ভাইয়ের বাড়ীতে প্রতিপক্ষরা হামলা চালিয়ে ঘরের জানালা দরজা ও আসবাব পত্র ভাংচুর সোনার গহনা ছিনিয়ে নেয়া ও মারপিটের ঘটনা ঘটেছে। এসময় মারপিটে নুর জাহান নামের এক নারী আহত হয়। এ ব্যাপারে থানায় তছলিমের মেয়ে তাছলিমা বেগম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে।
জানাযায়, বৃহস্পতিবার রাত ১ টায় পূর্ব শত্রতার জের ধরে প্রতিপক্ষের লোকজন মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ও তার ছোট ভাই তছলিম উদ্দীনের বাড়ীতে অনাধিকার প্রবেশ করে বাড়ীর দরজা জানালা ও আসবাব পত্র ভাংচুর করে। এ সময় এগিয়ে এলে নুর জাহান নামের এক নারীকে মারপিট সহ তার শরীরে থাকা সোনার গহনা ছিনিয়ে নেয়। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করে তছলিম উদ্দীনের মেয়ে তাছলিমা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনার পর থেকে গ্রামে দু‘পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।