স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। আইনজীবী সমিতির ২নং ভবন মিলনায়তনে ওই নির্বাচনে ১শ ৮৮ জন ভোটারের মধ্যে ১শ ৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার। ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মোঃ এনামুল হক, সহ-সভাপতি পদে আমিনুল ইসলাম ও জমসেদ আলী, সাধারণ সম্পাদক পদে মোঃ আবু বকর সিদ্দিক, সহ-সাধারণ সম্পাদক পদে শওকত হোসেন মোঃ আব্দুলাহ সুজন, অডিটর পদে মোঃ শামছুল হক এবং সদস্য পদে আব্দুল মজিদ ও মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন। এছাড়া ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে জাকির হোসেন এবং সদস্য পদে শফিকুল ইসলাম, মমিন উদ্দিন ও সিরাজুল ইসলাম বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন।