রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : রামগঞ্জ উপজেলার করপাড়া ইউপির স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক নুর হোসেনকে (২৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৯ মার্চ বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মধ্য করপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে নেয়ার পথে রাত পৌনে ১০টার দিকে সে মারা যায় । নিহত নুর হোসেন উপজেলার ৮নম্বর করপাড়া ইউপির মধ্য করপাড়া গ্রামের মৃত মোখলেছুর রহমানের প্রকাশ কালু মিয়ার ছেলে। সে অত্র ইউপির স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ছিল।
জানা গেছে, অজ্ঞাত এক যুবক রাত সাড়ে ৯ টার দিকে তাকে ঘর থেকে ডেকে বাড়ির পাশে রাস্তায় নিয়ে যায়। কিছুক্ষন পর বাড়ির লোকজন ও স্থানীয়রা তার চিত্কার ও গুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে এসে মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা নুর হোসেনকে হত্যার প্রতিবাদে তাত্ক্ষনিক শহরে একটি প্রতিবাদ মিছিল বের করে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।