রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে সদর ইউপি’র সংরক্ষিত মহিলা সদস্য আঞ্জুয়ারা বেগম (৩০) গত সোমবার রাত ৯টার সময় একই ইউপি’র ধলগাছ নামক স্থানে জনৈক ব্যক্তির বাড়িতে তার কথিত প্রেমিক ন্যাশনাল বীমা কোম্পানীর ফিল্ড অফিসার মোফাজ্জল হোসেন (৪৮) এর সাথে পরকীয়ায় লিপ্ত হলে স্থানীয় জনতা আপত্তিকর অবস্থায় আটক করে। পরে ওই ইউপি’র চেয়ারম্যান মোঃ এনামুল হক ও ইউপি সদস্য মোঃ হযরত আলী স্থানীয় রাজনৈতিক নেতাদের ৪০ হাজার টাকায় ম্যানেজ করে তাদের ছাড়িয়ে আনেন। এ বিষয়ে উক্ত ইউপি’র চেয়ারম্যান মোঃ এনামুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি বেশ কয়েক বার ওই মহিলার বিচার করেছি। ইউপি সদস্য মোঃ হযরত আলী বলেন আমরা এর আগেও এরকম একটি ঘটনা ইউনিয়ন পরিষদে সমাধান করেছি। তার পরে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। এটা আমাদের ইউনিয়ন পরিষদের জন্য এটি লজ্জাজনক ব্যাপার। ইউপি মহিলা সদস্য আঞ্জুয়ারা বেগম-এর সঙ্গে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।