ads

বৃহস্পতিবার , ২০ মার্চ ২০১৪ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে সরকারি বিধি অমান্য করে স্কুল চলাকালীন সময়ে স্কুলে বসেই টিউশনি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২০, ২০১৪ ১১:১৬ পূর্বাহ্ণ

Meherpur_District_Map_Bangladesh-6মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিএসসি শিক্ষক নাদিমুল হক সরকারি নীতিমালা অমান্য করে শ্রেণি কার্যক্রম চলাকালীন সময়ে স্কুলে বসেই টিউশনি করছেন বলে অভিযোগ উঠেছে। এতে শ্রেণি কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। এলাকার সচেতন অভিভাবকেরা এ বিষয়টিকে মেনে নিতে না পেরে তীব্র প্রতিবাদ জানিয়েছে। অবিলম্বে স্কুল চলাকালীন সময়ে স্কুলের শ্রেণি কক্ষে বসে টিউশনি করা বন্ধ না হলে ক্ষুব্ধ অভিভাবকেরা আইনের আশ্রয়ে যাবেন বলে জানিয়েছেন।

Shamol Bangla Ads

এলাকাবাসী ও অভিভাবকেরা অভিযোগে জানিয়েছেন, ওই স্কুলের বিএসসি শিক্ষক নাদিমুল হক স্কুলের শ্রেণি কার্যক্রম চলাকালীন সময়ে এবং টিফিনের ফাঁকে শ্রেণি কক্ষে বসেই টিউশনি করছেন। এক সময় স্কুলের মেয়েদের সাথে বাইরের ছেলেদের নিয়েও একইসাথে স্কুলে বসে টিউশনি করতেন। অভিভাবকদের প্রতিবাদের মুখে মেয়েদের সাথে ছেলেদের পড়ানো বন্ধ হলেও বন্ধ হয়নি শ্রেণি কার্যক্রম চলাকালীন সময়ে টিউশনি করা। তিনি একই সাথে একটি ক্লাসের ক্লাস নেন এবং পাশের কক্ষে টিউশনির ছাত্রীদেরও পড়ান। পাঁচ মিনিট ক্লাসের ছাত্রীদের লেকচার দিয়ে বই-খাতা দেখতে বলে পাশের কক্ষের টিউশনির ছাত্রীদের পাঁচ বা দশ মিনিট অংক বা বিজ্ঞান করাচ্ছেন। বাড়তি আয়ের জন্য এভাবেই চলছে তার প্রাইভেট ব্যবসা। সকাল ১০টায় এসএসসি ব্যাচ পড়ান এবং টিফিনের সময় অষ্টম শ্রেণির ছাত্রী পড়ান। উজলপুর গ্রামের অভিভাবক ইলিয়াস হোসেন, গোলাম, ফতেপুর গ্রামের শফিউল ইসলাম, নুর ইসলাম সহ আরও অনেকে এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, স্কুলে বসে টিউশনি করার কারণে তাদের মেয়েদের পড়ালেখা মারাত্মক ভাবে বিঘিœত হচ্ছে। এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত কাজ। ওই শিক্ষক ছাত্রীদের কাছ থেকে টিউশন ফি নিচ্ছেন জন প্রতি এক’শ পঞ্চাশ টাকা। কোন কোন অভিভাককে বুঝাতে সক্ষম হচ্ছেন যে, অল্প টাকায় ছাত্রীদের প্রাইভেট পড়ানো হচ্ছে- এটা কম কিসের। কিন্তু প্রাইভেট পড়ানোর ফলে শ্রেণি কার্যক্রমে শিক্ষক এবং ছাত্রীদের ঠিকমত মনোযোগ বসছে না। এতে পড়ালেখার ক্ষতি হচ্ছে এটা বলাই বাহুল্য। প্রতিবাদী অভিভাবকেরা গত ২ মার্চ স্কুলে গিয়ে টিউশনি করা অবস্থায় ঐ শিক্ষককে হাতে নাতে ধরে ফেলে। সপ্তম ও অষ্টম শ্রেণির একাধিক ছাত্রীর সাথে কথা বলে জানা গেছে, টিউশনির কারণে তাদের পড়ালেখা বিঘিœত হচ্ছে। তাবে ভয়ে প্রতিবাদ করতে পারছে না। প্রতিবাদ করলেই পরীক্ষায় নম্বর কম দেয়া হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী স্কুল চলাকালীন সময়ে কোন শিক্ষক টিউশনি করতে পারবেন না। কিন্তু তিনি বহাল তবিয়তে তা করে যাচ্ছেন। আবার স্কুল ক্যাম্পাসে টিউশনি করলে টিউশন ফি’র দশ ভাগ টাকা স্কুল ফান্ডে জমা দেয়ার কথা। যা স্কুলের উন্নয়ন এবং চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে বন্টন করা হবে। এখানে তাও করা হচ্ছে না। অনুসন্ধানে জানা গেছে, স্কুলের প্রধান শিক্ষকের স্বার্থ থাকায় তিনিও বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছেন না। যারা প্রতিবাদ করছে উল্টো তাদের ঘায়েল করতে নানা পথ খুঁজছেন তিনি। সাংবাদিক জেনে যাওয়ায় এরই মধ্যে প্রতিবাদী এক শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রীদের ভুল বুঝিয়ে গণ স্বাক্ষর নেয়া হয়েছে।
এছাড়াও ধর্মীয় শিক্ষক হাবিবুর রহমান প্রায়ই বিয়ে পড়ানোর কাজে বাইরে থাকেন। ফলে তিনিও ঠিকমত ক্লাস নিতে পারেন না। তাকে দিয়ে বিভিন্ন অফিস আদালতে কাজ কারনোর সুবিধা পাওয়ায় প্রধান শিক্ষক তাকেও কিছু বলেন না।
এদিকে এবিষয়ে মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন বলেন, এসব অভিযোগ আমি শুনেছি। এবং তা যাচাইয়ের জন্য ওই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি। এ ধরনের কর্মকান্ড যাতে না ঘটে তার জন্য নির্দেশনা দিয়েছি।

মেহেরপুর আকবর আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে স্বাগতিকরা চ্যাম্পিয়ন

মেহেরপুর সদর উপজেলার গোপালপুর ক্রীড়া একাদশের উদ্যোগে মেহেরপুর বিসিক শিল্পনগরী মাঠে অনুষ্ঠিত মরহুম আকবর আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে স্বাগতিকরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক গোপালপুর ক্রীড়া একাদশ ১৫ওভার ৩ বলে সব ক’টি উইকেট হারিয়ে ১২১ রান করে। দলের পক্ষে সোহেল সর্বোচ্চ ৩৪ রান করেন। প্রতিপক্ষ সদর উপজেলার আমঝুপি একাদশের আমিরুল ইসলাম ৩টি উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে আমঝুপি একাদশ ১৪ ওভাবে সব কয়টি উইকেট হারিয়ে ৯৬ রান করে। দলের পক্ষে আতিক সর্বোচ্চ ৪৪ রান করেন। গোপালপুর ক্রীড়া একাদশের রবি একাই ৬টি উইকেট লাভ করেন।
খেলায় গোপালপুর ক্রীড়া একাদশের রবি ব্যক্তিগত ২৬ রান ও ৬ উইকেট দখল করায় ম্যান অব দি ম্যাচ এবং ব্যক্তিগত ১৪২ রান ও ৯টি উইকেট লাভ করায় আমঝুপি একাদশের আতিক ম্যান অব দি সিরিজ নির্বাচিত হয়েছেন।
খেলা শেষে মরহুম আকবর আলীর ছোট ভাই গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। গোপালপুর ক্রীড়া একাদশের সভাপতি খাইরুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাসিন আলী। বিপুল পরিমান দর্শক খেলাটি উপভোগ করেন।

মেহেরপুর ১ম বিভাগ হ্যান্ডবলে টাউন ক্লাব ও স্টেডিয়ামপাড়া জয়ী

Shamol Bangla Ads

মেহেরপুরে কিউট ১ম বিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতায় মেহেরপুর টাউন ক্লাব ও মেহেরপুর স্টেডিয়ামপাড়া একাদশ নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। গতকাল বুধবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় টাউন ক্লাব মেহেরপুর শহীদ রফিক স্মৃতি সংঘকে পরাজিত করে। মেহেরপুর স্টেডিয়ামপাড়া একাদশ ওয়াক ওভার লাভ করে।
দিনের প্রথম খেলায় মেহেরপুর টাউন ক্লাব ২-০ গোলে মেহেরপুর শহীদ রফিক স্মৃতি সংঘকে পরাজিত করে। মেহেরপুর টাউন ক্লাবের পক্ষে আশরাফুল একাই গোল ২টি করেন। দিনের অপর খেলায় বামনপাড়া সবুজ সংঘ মাঠে না আসায় মেহেরপুর স্টেডিয়ামপাড়া একাদশ ওয়াক ওভার লাভ করে।

মেহেরপুরে বিশ্ব পানি দিবস পালিত

মেহেরপুরে বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচলা সভা র‌্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় এবং ইম্প্যাক্ট ফাউন্ডেশন মেহেরপুরের বাস্তবায়নে মেহেরপুরে শহরে একটি র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শেষ হয়। র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসক ডা. শফিউল কবির, প্রজেক্ট ম্যানেজার সাজেদুর রহমান প্রমুখ।
এদিন সকাল ১০ টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বিশ্ব পানি দিবস উপলক্ষে স্যাটেলাইট ক্যাম্পে আর্সেনিক রোগি চিহ্নিত করণসহ ওষুধ বিতরণ করা হয়। এর পর জেলা শিশু একাডেমিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। বেলা সাড়ে ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ রুমা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইম্প্যাক্ট ফান্ডের রেইজিং অফিসার আবু রায়হান, বুড়িপোতা ইউনিয়নের আর্সেনিক মিটিগেশন কমিটির সহসভাপতি আহসান হাবিব, মাতৃ ক্লাবের উজিলা বেগম প্রমুখ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!