ভোলা প্রতিনিধি : ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ভোলায় প্রথম বিভাগ ক্রিকেট লীগের খেলা শুরু হয়েছে। আগামী ২৪ মার্চ লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সোমবার সকালে ভোলা গজনবী স্টেডিয়ামে এ লীগের উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান , ভোলা জেরা ক্রীড়া সংস্থার সম্পাদক ইয়ারুল আলম লিটন ও ক্রীড়া সংস্থার সদস্যরা উদ্বোধনী ম্যাচে অংশগ্রহন করে রেনেসা ক্লাব ও মুনসুর স্মৃতি সংঘ।