পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ঝুলন্ত অবস্থায় আবু বকর (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ২০ মার্চ বৃহস্পতিবার দুপুরে ওই লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বিষমপুর গ্রামের কালা মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আবুবকর মানসিক বিকার গ্রস্থ ও মাদকাসক্ত ছিল। সে প্রতিদিনের মত বুধবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে গিয়ে সবার অজান্তে ঘরের আড়ায় ফাঁসিতে ঝুলে আত্ম হত্যা করে। পর দিন সকালে বাড়ির লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এস আই) হুমায়ুন কবীর জানান, নিহতের পরিবার ও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে মানসিক বিকার গ্রস্থ ও মাদকাসক্ত ওই যুবকের লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়।