পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : চতুর্থ পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর পুঠিয়া উপজেলায় ৫৯টি কেন্দ্রের ১৮টি গুরুত্বপূর্ণ। প্রশাসন ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোর ধরন গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে।
পুঠিয়া উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, পুঠিয়া ইউনিয়ন ও পৌরসভায় ২টি করে ৪টি, বেলপুকুরিয়া ইউনিয়নে ৩টি, বানেশ্বর ইউনিয়নে ৫টি, ভালুকগাছী ইউনিয়নে ১টি, শিলমাড়ীয়া ইউনিয়নে ২টি এবং জিউপাড়া ইউনিয়নে ৩টি কেন্দ্র গুরুত্বপূর্ণ। ২৩ মার্চ পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৫৯ টি কেন্দ্রে ৪৪৭ টি বুথে ১ লাখ ৪৩ হাজার ৩০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৬ জন চেয়ারম্যান প্রার্থী ৩ জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে।