স্টাফ রিপোর্টার : পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে শেরপুরের দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ ফরিদুজ্জামান ও স্থানীয় ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি দিয়েছে ডাকাতদলের এক সদস্য। ওই হুমকির প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী হুমকিদাতা ডাকাতসর্দার ভুট্টো মিয়াকে পাকড়াও করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে তুলে দিয়েছে। ১৯ মার্চ বুধবার রাতে শ্রীবরদী উপজেলার ধামাহাটা বাজারে ওই ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, স¤প্রতি শ্রীবরদী থানার ডাকাতি প্রস্তুতি মামলার খবর ‘দৈনিক মানবজমিন’ পত্রিকায় প্রকাশের জের ধরে ১৯ মার্চ বুধবার সকালে স্থানীয় হালগড়া এলাকার চান মিয়ার ছেলে ডাকাতদলের সর্দার ভুট্টো মিয়া (২৫) ও তার লোকজন ওই সাংবাদিকের মামদামারীস্থ বসতবাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার পরপরই ওই সাংবাদিক বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। এদিকে ঘটনাটি এলাকায় জানাজানি হলে ধামাহাটা বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজনদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে ওইদিন সন্ধ্যায় সে দেশিয় অস্ত্রসহ ধামাহাটা বাজারে গিয়ে পুলিশকে তথ্য দেওয়ার অভিযোগ তুলে ওই সাংবাদিক ও ব্যবসায়ীদের দেখে নেওয়ার হুমকি দিলে স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণ তাকে পাকড়াও করে গণপিটুনি দেয়। পরে তাকে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ডাকাতসর্দার ভুট্টো মিয়া অভ্যাসগত অপরাধী এবং আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য।
এব্যাপারে শ্রীবরদী থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ভুট্টো মিয়া একজন তালিকাভুক্ত অপরাধী। তাকে নিয়মিত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।