পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : পত্নীতলায় মত্স্য অদিপ্তর আয়োজিত উত্তম মত্স্যচাষ পদ্ধতি অনুশীলন ও নিরাপদ খাদ্য প্রসঙ্গ এবং গুনগত মানসম্পন্ন মত্স্য বীজ উত্পাদন বিপনন ও এর ব্যবহার বিষয়ক দুইদিন ব্যাপী এক প্রশিক্ষন কোর্স গত বুধবার থেকে আরম্ভ হয়ে বৃহস্পতিবার উপজেলা সভা কক্ষে শেষ হয়েছে।
উপজেলা মত্স্য কর্মকর্তা শিরিন শিলার পরিচালনায় উত্তম মত্স্যচাষ পদ্ধতি অনুশীলন ও নিরাপদ খাদ্য প্রসঙ্গ এবং গুনগত মানসম্পন্ন মত্স্য বীজ উত্পাদন বিপনন ও এর ব্যবহার বিষয়ক দুইদিন ব্যাপী উক্ত প্রশিক্ষন কোর্সে প্রশিক্ষন প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা নওগাঁর মোঃ ওবায়দুল্লাহ, পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মোঃ রফিক, উপজেলা মৎস্য কর্মকর্তা মহাদেবপুরের মাহবুবুর রহমান, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা পত্নীতলার আমানুস সালাম, সহকারী মৎস্য কর্মকর্তা সুবৎ চন্দ্র দাস প্রমূখ।
উপজেলা মৎস্য অদিপ্তর আয়োজিত উক্ত প্রশিক্ষনে এসময় উপজেলার ২০ জন হ্যাচারী, নার্সারী মালিক (পোনা ব্যবসায়ী ও মৎস্য চাষী) অংশ গ্রহন করেন।