শ্যামলবাংলা স্পোর্টস : নেপালকে বিধ্বস্ত করে ৮ উকেটে জিতল বাংলাদেশ। মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ১২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৫.৩ ওভারে টাইগাররা সংগ্রহ করে ১৩২ রান। জবাবে ২৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। সাকিব আল হাসান (৩৭) ও সাব্বির রহমান (২১) অপরাজিত ছিলেন।
এর আগে নেপালের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা। ব্যাটিংয়ে নেমে নেপাল ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে।
সংক্ষিপ্ত স্কোর:
নেপাল : ২০ ওভারে ১২৬/৫ (খাকুরেল ৮, সাগর ১২, জ্ঞানেন্দ্র ১৩, খড়কা ৪১, শারদ ৪০, বিনোদ ০*; আল-আমিন ২/১৭, মাশরাফি ১/২৩, ফরহাদ ১/২৭)
বাংলাদেশ : ১৫.৩ ওভারে ১৩২/২ (তামিম ৩০, এনামুল ৪২, সাব্বির ২১*, সাকিব ৩৭*; রেগমি ১/১৪)
ম্যাচসেরা : আল-আমিন হোসেন