হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : দূর্নীতি প্রতিরোধে পারিবারিক শিক্ষার বিকল্প নেই । এর জন্য সর্বাগ্রে প্রয়োজন আত্মশুদ্ধি অভিযান।কেননা দূর্নীতি প্রতিরোধে গনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিজ সন্তান থেকে শুরু করে স্কুল,কলেজ,মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ভবিষ্যত প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারলে দূর্নীতি সহনীয় মাত্রায় পৌছবে।গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জের হোসেনপুরে দূর্নীতি দমন কমিশনের ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মোঃ আবুল কালাম আজাদ উপজেলা পরিষদ হল রুমে এক মতবিনিময় সভায় ওই সব কথা বলেন।
স্থানীয় দূর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন- উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ নাজিম উদ্দিন।বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক বাহার উদ্দিন সরকার, অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম,অহিদ উদ্দিন মাষ্টার, সাংবাদিক ফরিদ উদ্দিন আহম্মদ, এস এম তারেক নেওয়াজ,এ কে এম মোহাম্মদ আলী,জাকির হোসেন প্রমূখ ।