ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় বøু-গোল্ড প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালনায় গুটুদিয়া ইউনিয়নের পুর্ব-বিলপাবলা এলাকায় সমন্বিত বালাই ব্যবস্থাপনার (আইপিএম) উপর এক কৃষক মাঠ স্কুলের উদ্বোধন হরা হয়। ২০ মার্চ বৃহস্পতিবার সকালে স্কুলের সভানেত্রী শিউলী মন্ডলের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথি’র বক্তব্যদেন, উপজেলা কৃষি কর্মকর্তা পংকোজ কান্তি মজুমদার।এ সময় উপস্থিত ছিলেন,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ জিন্নাত আলী ও মোঃ রেজাওয়ানুল হক প্রমুখ। অনুষ্টানে পরিবেশ বান্ধব কৃষি ফসল উৎপাদনে ক্ষেতে বিষ প্রয়োগ না করে, হাত জাল টানা, ক্ষেতে ডাল বসিয়ে ও আলোর ফাঁদ দিয়ে পোকা-মাকড় নিধনের উপর আলোচনা করা হয়। তখন এলাকার ২৫জন কিষাণ-কিষানী উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলায় বøু-গোল্ড প্রকল্পের আওতায় আরো ৫টি কৃষক মাঠ স্কুলের কার্যত্রম চলছে।
ডুমুরিয়ায় ই-সেন্টারের শিক্ষার্থীদের সংবর্ধনা
ডুমুরিয়ায় কমিউনিটি ই-সেন্টার পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনার আয়োজন করা হয়। গতকাল সকালে উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান শোভা রানী হালদার। বিশেষ অতিথি’র বক্তব্যদেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সেলিম রেজা। এ সময় বক্তব্যদেন, প্রশিক্ষক সোহাগ হোসেন, মাজিদুল ইসলাম, শিক্ষার্থী আঃ সোহবান এখলাছ হোসেন, গোলাম বিশ্বাস ও আরিফুল আলম প্রমুখ। অনুষ্টানে ৮ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও ৯ম ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়।
ডুমুরিয়ায় শিক্ষা উপকরণ মেলা-১৪ অনুষ্ঠিত
শুধু বই পড়ে ও কাগজে কলমে নয়, বাস্তব উপকরণ হাতে ধরেই শিক্ষার মান উন্নয়নের লক্ষে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপি ডুমুরিয়ায় প্রাথঃ শিক্ষা উপকরণ মেলা-১৪ আয়োজন করা হয়। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ মেলার উদ্ভোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার(ভুমি) মোঃ সেলিম রেজা। প্রধান অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শোভা রানী হালদার। এ সময় বক্তব্যদেন, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোর্দ্দার, সহকারি অফিসার রেক্সনা আকতার, নজরুল ইসলাম, সুব্রত দাশ, ভুধর চন্দ্র সানা, বিকাশ চন্দ্র দাশ, মধু সুদন দত্ত, শিক্ষক নেতা তপন কুমার রায়, হাফেজ আঃ কুদ্দুস, রবিউল ইসলাম লাবু, শহিদুল ইসলাম মোড়ল, অশোক আচার্য্য, দেবাশীষ চন্দ, আঃ সালাম গাজী, শফিকুল ইসলাম, সুনীল মন্ডল, হাসিনা খানম ঝর্না, লিটন কুমার ঢালী, রানী রন্তম, জ্যোৎনা মজুমদার, নজরুল ইসলাম, মোসলেম উদ্দিন জোয়ার্দ্দার প্রমুখ। উপকরণ মেলায় ৮টি ষ্টল বসে। ষ্টলে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ ও শিশু-কিশোরদের তৈরী করা অনেক সামগ্রী দেখা যায়।